মির্জাপুরে ৭ম অলিম্পিয়াড সেমিনার ও পুরষ্কার বিরণ

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে দুই দিন ব্যাপি উৎসব মুখর পরিবেশে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম অলিম্পিয়াড সেমিনারে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এ পুরষ্কার তুলে দেওয়া হয়। মেলার মুল প্রতিপাদ্য বিষয় ছিল বিদ্যুৎ ও পানির অপচয় রোধ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। এ সময় সহকারী কমিশানর (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরী, দেওহাটা আলহাজ¦ জোনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here