মীর আনোয়ার হোসেন টুটুল,
পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. কবির বিন আনোয়ার টাঙ্গাইলের মির্জাপুরে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেকসহ সেবাধর্মী বিভিন্ন স্তাপনা পরিদর্শন করেছেন। এ সময় মির্জাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং তার পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
আজ সোমবার (২১ নভেম্বর) কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) মি. অনিমেশ ভৌমিক লিটন জানান, গতকাল রবিবার (২০ নভেম্বর) পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র মো. কবির বিন আনোয়ারসহ তার পরিবারের সদস্যসহ মন্ত্রনালয়ের কর্মকর্তাগন কুমুদিনী কমপ্লেক্্ের পরিদর্শনে আসেন। কুমুদিনী পরিবার এবং মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচিব মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়সহ কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে, নার্সিং স্কুল এন্ড বিএসসি কলেজ এবং ভারতেশ^রী হোমসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সচিব ও অন্যান্য কর্মকর্তাগন কুমুদিনী কমপ্লেক্্েরর বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এখানকার চিকিৎসা সেবার মান, শিক্ষার পরিবেশ, নিয়মানুবর্তিতা ও সাংস্কৃতিক চর্চার সুষ্ঠু পরিবেশ দেখে প্রশংসা করেন।