মীর আনোয়ার হোসেন টুটুল
পিঠা খাই, পুরষ্কার পাই, শীতের পিঠা, ভারি মিঠা এই শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে ব্যতিক্রমধর্মী শীতের পিঠা উৎসব হয়েছে। পিঠা উৎসবে হরেক রকমের পিঠার আয়োজন ছিল। আজ মঙ্গলবার মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। মির্জাপুর উপজেলা শাখা শাহীন শিক্ষা পরিবার এ পিঠা উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
পিঠা উৎসবের উদ্ধোধন করেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও কর্নধার মোহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে পিঠা উৎসবে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাুপর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন ও টাঙ্গাইল জেরা পরিষদের সদস্য মো. তাহেরুল ইসলাম তাহের। দিন ব্যাপি এই পিঠা উৎসবের মেলায় দর্শনার্থীদের উপচেপরা ভিড় ছিল। মেলা শেষে লটারির মাধ্যমে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।