মীর আনোয়ার হোসেন টুটুল
২০২২ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সেরা ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৫০ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে অংশ গ্রহন করে সকলেই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ জিপিএ-৫ পাওয়ায় এবং সেরা ফলাফল অর্জন করায় ক্যাডেট কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ দেখা দিয়েছে। আজ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা উৎসাহ উদ্দীপনা। মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিক ভাবে সন্তোষজনক ফলাফল অর্জন কারয় সকলের প্রতি কৃতজ্ঞা ও সার্বিক সহযোগিতা চেয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) মির্জাপুর ক্যাডেট কলেজের এ্যাডজুট্যান্ট মেজর মো. ইয়া-হিয়াসহ শিক্ষকগন জানান, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি অনন্য ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬২ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মনোরম পরিবেশে বিশাল এলাকা নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। শিক্ষা গ্রহনের পাশাপাশি দেশ প্রেমের উদ্ধুদ্ব হয়ে ক্যাডেটদের নিয়ম-শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি অনন্য প্রতিষ্ঠান। ক্যাডেট কলেজের পরিচালনা পরিষদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং ক্যাডেটদের অক্লান্ত শ্রমের ফলেই প্রতি বছর জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে মির্জাপুর ক্যাডেট কলেজ মেধা তালিকায় স্থান দখল করে আসছে। এ বছরও ফলাফল সন্তোষ জনক হয়েছে।
২০২২ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে শতভাগ জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটরা হচ্ছে, সাহিল, জ্যোতি, শবিন, নিয়াজ, তাহসিন, মুসফিক, সিকদার, রাতুল, আরাব, সাদ, নাহিয়ান, মোস্তাকিম, মারুফ, আরিয়ান, প্রত্যয়, শামিত, মাহির, ইসরাক, রিদওয়ান, রাহিক, মাহমুদ, রাকিন,মাহাদি, তৌরিক, সাদাত, ইসতিয়াক, সামিন, তালহা, আওলাদ, আরিফ,খ. মাহাতি, রায়হান, শুভ, ফাহমিত, নাফিজ, আদিল, আহনাফ, ইনতিজার, নিরব, নাফিউল, রাবিব, শোহান, আবির, রাকিব, পিয়াস, নেহাল, সিয়াম, তাহরাত, মাহফুজ এবং আবরার।
এ ব্যাপারে ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, জ্ঞানই শিক্ত, বিদ্যাই বল এই শ্লোগানে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। সকলের সার্বিক সহযোগিতা ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম যেন দেশে ও বিদেশে ছড়িয়ে পরে সে জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।