মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে তরফপুর ইউনিয়নের সিট মামুদপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট্য সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. মর্তুজ আলী (৭৬) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন। আজ শুক্রবার সিট মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে যথাযোগ্য মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। জানায় মানুষের ঢল নামে। তিনি সিট মামুদপুর উচ্চ বিদ্যালয়, সিট মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার বহু মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।