মির্জাপুরে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করলেন এমপি শুভ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম (নতুন কারিকুলাম) বাস্তবায়ন ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। আজ শনিবার (১৪ জানুয়ারি) উপজেলা সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা বান্ধব বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড শিক্ষকদের সামনে তুলে ধরেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরী, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, আওয়ামীলীগ নেতা মো. শহিদুর রহমান লাবু, মো. মাসুম মিয়া ও মো. সিরাজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ে ও মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষক দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। দক্ষ প্রশিক্ষকদের নিয়ে গত ৬, ৭, ১৩, ১৪ এবং আগামীকাল কাল ১৫ জানুয়ারি এই পাঁচ দিন শিক্ষকগন বিষয়ক ভিত্তিক প্রশিক্ষণ পাবেন। যারা এখনও প্রশিক্ষনের আওতায় আসেনি পর্যায়ক্রমে সকল শিক্ষকই এ প্রশিক্ষণ নিতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here