মির্জাপুরে প্রেমিকের বাড়িতে আশ্রয় না পেয়ে দশম শ্রেণীর ছাত্রীর আত্নহত্যা

মীর আনোয়ার হোসেন টুটুল,
প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে এসে প্রেমিকের বাড়িতে আশ্রয় না পেয়ে বিষপানে দশম শ্রেণীর ছাত্রী আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন নং ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রামে এ ঘটনা ঘটেছে। ছাত্রীর নাম নুরী আক্তার (১৪)। তার পিতা আঃ আলী তিন নং ফতেপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। ঘটনার পর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ রবিবার (১৫ জানুয়ারি) এলাকাবাসি জানায়,ফতেপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী নুরী আক্তার। তার সহপাঠী ও একই ক্লাসের দশম শ্রেণীর ছাত্র আসাদ সিকদার শাকিলের সঙ্গে নুরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শাকিলের পিতার নাম সাহেদ আলী, গ্রামের বাড়ি ফতেপুর গ্রামে। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল বলে সহপাঠীরা জানায়। প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে এসে গতকাল শনিবার (১৪ জানুয়ারি) সকালে নুরী আক্তার প্রেমিক সাকিলের বাড়িতে অবস্থান করে। সাকিল বাড়িতে না থাকায় তার পরিবার নুরীকে তাদের বাড়িতে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। সাকিলেল পরিবার ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রউফকে জানান। চেয়ারম্যান ঘটনা জানতে পেরে নুরীকে তার বাবার জিম্বায় বাড়িতে পাঠিয়ে দেন। নুরী প্রেমিকের বাড়িতে স্থান না পেয়ে অভিমান করে বাড়িতে গিয়ে বিষপান করে। নুরীর পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতেই মারা যায়।
এ ব্যাপারে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রউফ বলেন, নুরী দশম শ্রেণীর ছাত্রী ছিল। বিষপানে আত্নহত্যার পর আইনী প্রক্রিয়া শেষে বিকেলে নিজ বাড়িতে লাশ দাফন করা হয়েছে। ঘটাটি মর্মান্তিক বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here