মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) ট্রাস্টের চেয়ারম্যান ডা. মো. শাহিনুর রহমান খান শাওনের সহযোগিতায় মির্জাপুর পৌরসভা ও বানাইল ইউনিয়নের ভাবখন্ড বাজারে শীতার্তদের মাঝে এ শীতের কম্বল বিতরন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম শহিদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক ও মোহাম্মদ মোজাম্মেল হক ও আশরাফ আহেমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ডা. মো. শাহিনুর রহমান খান শাওন বলেন, এই ট্রাস্টের উদ্যোগে দীর্ঘ দিন ধরে এলাকায় অসহায়দের পাশে থেকে বিনামুল্যে চিকিৎসা সেবাসহ সহযোগিতা দিয়ে যাচ্ছে।