মীর আনোয়ার হোসেন টুটুল
চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাতে এই শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে মির্জাপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার (২০ জানুয়ারি) মির্জাপুর সরকারী কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উদ্ধোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। মির্জাপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, মো. মাসুদ হোসেল ও আব্দুল আলীম।