মির্জাপুরে ভারতেশ^রী হোমসের দ্বাদশ শ্রেনীর ছাত্রীর আত্নহত্যাসহ তিন অস্বাভাবিক মৃত্যু

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমসের আবাসিক হোস্টেলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। ভারতেশ^রী হোমসের আবাসিক হোস্টেলের বাথরুম থেকে দুপুরে ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। তার নাম মেহজাবিন সায়মা (১৭)। পিতার নাম কিরামত আলী সিকদার। গ্রামের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামে বলে পুলিশ জানিয়েছেন। এ ঘটনায় হোমসের শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে। অপর দিকে হোমসের ছাত্রীর আত্নহত্যাসহ আরও দুই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল-রাজশাহী রেল লাইনের মির্জাপুর বাইপাস এলাকা থেকে খন্ড বিখন্ড এক যুবকের লাশ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক সড়ক পাকুল্যা-লাউহাটী রোডের পাঁচ চামারী এলাকায় থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) পৃথক এ অস্বাবাবিক তিন মৃত্যুর দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর থানা পুলিশ ও ভারতেশ^রী হোমস সুত্র জানায়, পারিবারিক সমস্যা নিয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রী মেহজাবিন সয়মা মানষিক ভাবে বিধ্বস্ত ছিল। হোমসের শিক্ষক ও ছাত্রীদের অগোচরে আজ সোমবার দুপুরে হোস্টেরেল বাথরুমে ফাঁস দিয়ে ঐ ছাত্রী আত্নহত্যা করেছে। মির্জাপুর থানার ডিউটি অপিসার মো. আবুর বাশার মোল্লা এ ব্যাপারে বলেণ, হোমসের পক্ষ থেকে মন্দিরা চৌধুরী মির্জাপুর থানায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লিখিত াভিযোগ দিয়েছেন। উপ পরিদর্শক মো. মজিবুর রহমান ঘটনার তদন্ত করছেন।
এ দিকে মির্জাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বংশাই রোডের রেল স্টেশনের পশ্চিম পাশের্^ রেলক্রসিং এলাকায় এক অজ্ঞাত ব্যাক্তি রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার নিথর দেহের টুকরো টুকরো অংশ রেল লাইনের বেশ কয়েক স্থানে খ- খ-ে পরে থাকতে দেখা যায়। দুর্ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও লাশটি উদ্ধার করতে বিলম্ব করে রেল পুলিশ। পরে লাশটি দুপুরের দিকে উদ্ধার করা হয়। মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।
অপরদিকে পাকুল্যা- লাউহাটি আঞ্চলিক সড়কে উপজেলার আনাইতারা ইউনিয়নের পাঁছচামারী কবর স্থানের পাশে সিএনজি দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। ঐ নারীর নাম নাছিমা আক্তার ওরফে বেগম (৫০)। তিনি মির্জাপুর উপজেলার আনাইতারার ইউনিয়নের পাছচামারী এলাকার ধলা মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানান,নাছিমা আক্তার ও তার বড় জা পারভিন আক্তার লাউহাটির দিকে উল্টো রাস্তায় হাটতে ছিলেন। এ সময় ঘাতক সিএনজি লাউহাটি থেকে পাকুল্যার আসার পথে নাছিমা আক্তার ও তার বড় জা পারভিন আক্তার কে চাপা দিলে ঘটনা স্থলেই নাছিমার মৃত্যু হয় এবং তার বড় জা পারভিন আক্তার গুরুত্বর আহত হয়। পরে আহত পারভীন বেগমকে উদ্ধার করে স্থানীয় লোকজন মির্জাপুর কুমুদিনী হসপাতালে ভর্তি করেন বিষয়টি নিশ্চিত করেন আনাইতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা ময়নাল ও মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মজিবুর রহমান ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, পৃথক ভাবে তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশগুলো তাদরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here