মির্জাপুরে এপিএল ক্রীকেট লীগে হাফসা গ্লাডিয়েটরস একাদশ চ্যাম্পিয়ন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে এপিএল ক্রীকেট লীগে হাফসা গ্লাডিয়েটস মৌচাক একাদশ ২০ অভারে ২৫৯ রানে এপি স্পোটিং ক্লাব টঙ্গী একাদশকে ১৮ অভাবে ১৪৫ রানের ব্যবধানে হাড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইল বাড়ি স্কুল মাঠ প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় এপিএল ক্রীকট লীগ এ টুর্নামেন্টের আয়োজক ছিলেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উদ্ধোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি এবং মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও আমনবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি মো. আবুল কালাম আজাদ লিটন, গেড়ামারা গোহাইল বাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি রেজাউল করিম বাবলু, বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ মিয়া ছাদু, সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম খোকন, ভাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, মো. আবজাল হোসেন খান, মো. আব্দুল মান্না খান, এপিএল ক্রীকেট লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক সোহেল আমীর এবং সাবেক ছাত্রলীগ নেতা মো. জুলহাস তালুকদার প্রমুখ। পরে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here