মীর আনোয়ার হোসেন টুটুল
আগামীকাল শনিবার ঢাকায় বিএনপির সমাবেশ সফল করতে আজ শুক্রবার টাঙ্গাইলে বিএনপি প্রস্তুতি মুলক সভা হয়েছে। বিকেলে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে পৌর বিএনপি এবং এর সহযোগি সংগঠন এ প্রস্তুতি মুলক সভার আয়োজন করে। বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা, বিএনপি নেতা কোব্বত আলী মৃধা, যুবলদের নেতা জাঙ্গাইীর মৃধা, হামিদুল ইসলাম টিঠু এবং আলী আজম উথান প্রমুখ।