মির্জাপুরে মসজিদের ইমামের উপর সন্ত্রাসী হামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ফতেপুর ইউনিয়নের হাতকুড়া জামে মসজিদ ও মাদ্রাসার পেশ ইমাম মুফতি সাইফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তৌহিদী জনতা এবং আমরা মির্জাপুরবাসী নামে একটি সংগঠন। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে বক্তাগন আসামীদের গ্রেফারে এ আলটিমেটাম দিয়েছেন। আসামীরা হচ্ছে যুবলীগ নেতা ও হাতকুড়া গ্রামের আব্দুল লতিফ আলীর ছেলে আসাদুল্লাহ আসাদ এবং তার ভাই কদম আলী।
প্রতিবাত সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি আব্দুর রহমান, মুফতি এরশাদুল ইসলাম, নুর মোহাম্মদ, হাফেজ মাওলানা আব্দুর মামুন, জাকির হোসেন, মোহাম্মদ আলী, আব্দুর রহীম ও হাবিুল্লাহ প্রমুখ। উল্লেখ্য যে, হাতকুড়া গ্রামের সামাজিক মসজিদ ও মাদ্রাসার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত গত ১৮ জানুয়ারি যুবলীগ নেতা আসাদ ও তার ভাই কদম আলীসহ কতিপয় সন্ত্রাসী মসজিদ ও মাদ্রাসার ইমাম মুফতি সাইফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং তার মুখের দাড়ি কেটে নেয়। এ বিষয়ে মির্জাপুর থানায় মামলা হলেও ঘটনার ১৫ দিনেও আসামীরা গ্রেফতার হয়নি। আসামীদের দ্রুত গ্রেফাতরের দাবীতে আজ শনিবার তৌহিদী জনতা এবং আমরা মির্জাপুরবাসী নামে একটি সংগঠন এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে আসামীদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই সময়ে@র মধ্যে আইন –শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন আসামীদের গ্রেফতার না করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসুচী ঘোষনা দিবেন বলে বক্তব্য দিয়েছেন।
এ ব্যাপারে মির্জাুপর থানার সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন বলেন, মামলার পর আসামীরা আত্নগোপনে চলে গেছে। আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here