মির্জাপুরে রিপোর্টার্স ইউনিটিতে ইফতার উপলক্ষে ইউএনওর বিদায় সম্বর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে রিপোর্টার্স ইউনিটিতে ইফতার, দোয়া মাহফিল উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে (পদন্মতি) বদলীজনিত কারনে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয়েছে। আজ রবিবার মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সুধীজনের সম্মানে ইফতার, দোয়া মাহফিল এবং ইউএনও মো. হাফিজুর রহমানকে ক্রেস্ট প্রদান করে বিদায়ী সংম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, পৌরসভার সাবেক দুই মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি ও বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের আহবায়ক মো. শামীম আল মামুন, পৌর মেয়র সালমা আক্তার শিমুলের প্রতিনিধি হিসেবে পৌর কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ভিপি মো. আবু আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার সাংবাদিক, শিল্পী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মির্জাপুর থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলনা কারী মো. ফরিদ হোসাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here