মীর আনোয়ার হোসেন টুটুল
স্বাধীনতার ৫২ বছর পর টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই দক্ষিণ নাজিরপাড়া সুরুজ মিয়ার বাড়ি হইতে মীরপাড়া তোফাজ্জল মিয়ার বাড়ি পর্যন্ত আইআরডিপি প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নের কাজের ভিত্তি প্রস্তর করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন ভুইয়া ঠান্ডু, ফালু মিয়া এবং এমপির একান্ত ব্যক্তিগত সচিব মীর আসিফ অনিক প্রমুখ।