মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন এবং উৎসব মুখর পরিবেশে বাঙ্গালীর প্রাণের ছোয়া বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। এ উপলক্ষে বেলা এগাটায় উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা বের করে। মঙ্গল শোভাযাত্রাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার পুর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমির শিল্পীরা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধূরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অপর দিকে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পালিত হয়েছে।