মীল আনোয়ার হোসেন টুটুল
এসো মিলি প্রাণের উল্লাসে এই শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়নের পুরনো বিদ্যাপিঠ গ্রামাটিয়া এস সি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনমিলনী অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৩ এপ্রিল) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চন্দ্র মোহন বিশ^াস।
আজ সোমবার (২৪ এপ্রিল) অনুষ্ঠানের আয়োজক কমিটি ও প্রাক্তন ছাত্রদের মধ্যে ডা. অরুন চৌধুরী, ইঞ্জিনিয়ার ইউনুছ আলী ও রবিন খান জানান, শেখড়ের টানে দীর্ঘ দিন পর বিদ্যালয় মাঠে প্রাণের স্পন্দনে মিলিত পেরে আমরা খুবই আনন্দিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরনো সম্মৃতি, গল্প, আড্ডা, হাসি কান্না আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো বিদ্যালয় ক্যাম্পাস এক অন্য রকম পরিবেশ সৃষ্টি হয়। প্রাক্তনদের মধ্যে মাসুম মল্লিক, মধু সুধন, শিল্পী রায়, বকুল রায় ও সালমাসহ অনেকেই জানায়, এই বিদ্যালয় আমাদের আলোর পথ দেখিয়েছে। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক মন্ডলী এবং ম্যানেজিং কমিটি আমাদের অনুপ্রেরনা জাগিয়েছে যা কখনো ভুলার নয়। বিদ্যালয়ের যে সব শিক্ষক ও ছাত্র-ছাত্রী মৃত্যু বরণ করেছেন তাদরে প্রতি স্মৃতি চারণ এবং প্রার্থনা করা হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি বাবু চন্দ্র মোহন বিশ^াস বলেন, এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘ দিন পর সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্মরণ করেছে এ জন্যা তাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।