মির্জাপুরে উপজেলা নির্বাহী অফিসারকে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে উপজেলা সদরের মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. মাহবুবুর রহমান ও লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন রনি প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ যে, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদন্মতি হেয়ে বদলি হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here