মির্জাপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহনের লক্ষে কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আগামী ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহণের লক্ষে কক্ষ পরদির্শকদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুদবার (২৬ এপ্রিল) উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিখ্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তা মীর আনোয়ার হোসেন টুটুর, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও হল সুপার বাবু প্রফুল্ল কুমার সরকার, সহকারী কেন্দ্রী সচিব ও হিলড়া আদাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. ইব্রাহীম মিয়া এবং কেন্দ্র সচিব ও মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুর ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আজারুল ইসলাম আজাহার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here