মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আগামী ৩০ এপ্রিল থেকে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহণের লক্ষে কক্ষ পরদির্শকদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুদবার (২৬ এপ্রিল) উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিখ্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তা মীর আনোয়ার হোসেন টুটুর, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও হল সুপার বাবু প্রফুল্ল কুমার সরকার, সহকারী কেন্দ্রী সচিব ও হিলড়া আদাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. ইব্রাহীম মিয়া এবং কেন্দ্র সচিব ও মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুর ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আজারুল ইসলাম আজাহার।