মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের উপপরিদর্শক (এসআইসহ) চার লাশ উদ্ধার হয়েছে। চার লাশের মধ্যে কুড়াতলী গ্রামে পারিবারিক কলহে বৃদ্ধা আব্দুল কাদের পলান ফাঁসি দিয়ে আত্নহত্যা, কুইচতারা গ্রামের দশম শ্রেণীর ছাত্রী সায়মা আক্তার শিমু পতিা-মাতার সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্নহত্যা, পুষ্টকামুরী গ্রামের কলেজ ছাত্র ফয়সাল আহমেদ জয়কে মোটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে ফাঁস দিয়ে আত্নহত্যা এবং বারিন্দা গ্রামের পুলিশের এসআই আমিনুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ১২ ঘন্টার ব্যবধানে চার অপমৃত্যুর ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। আজ বুধবার (২৬ এপ্রিল) মির্জাপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানায় অপমৃত্যুর অভিযোগ হয়েছে।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের আব্দুল কাদের ওরফে পলান আলী নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। তার পরিবার এবং এলাকাবাসি জানান, পারিবারিক কলহের কারনে নিজের উপর অভিমান করে তিনি এই আত্নহত্যার পথ বেছে নেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
গতকাল মঙ্গলবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের আব্দুস সালাম মিয়ার কন্যা দশম শ্রেণীর ছাত্রী সায়মা আক্তার শিমু (১৬) অশিমান করে নিজ বাড়িতে বসত ঘরে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। ঘটনার মুল কারন জানা না গেলেও পুলিশর খবর পেয়ে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
গতকাল মঙ্গলবার মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের আমিনুর রহমান লিটনের পুত্র ও কলেজ ছাত্র ঢয়সাল আহমেদ ওরফে জয় (১৭) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। জয়ের বন্ধুমহল ও স্থানীয় প্রতিবেশীরা জানায়, বাবা-মায়ের কাছে একটি মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরেছিল জয়। মোটর সাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে সে আত্নহত্যা করে। পুলিশ রাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
গতকাল মঙ্গলবার আনাইতারা ইউনিয়নের বারিন্দা গ্রামের আমিনুর রহমান (৫৯) নামে পুলিশের এক এসআই মারা গেছেন। তার পিতার নাম আক্কাছ আলী। স্থানীয় আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবু জানান, আমিনুর রহমান নারায়নগঞ্জ থানায় পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে পুলিশ তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন। আজ বুধবার সকাল দশটায় নামাজে জানাজা শেষে বারিন্দা গ্রামে তার লাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে আজ বুধবার (২৬ এপ্রিল) মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, চারটি লাশের মধ্যে তিনজন পারিবারিক নানা সমস্যা নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। লাশ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর অভিযোগ হয়েছে। পুলিশের এসআই আমিনুর রহমান নারায়নগঞ্জ নাথায় কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আইনী প্রক্রিয়া শেষে পুলিশ তার লাশ স্বজনদের কাছে হন্তান্তর করেছেন।