মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানকে উপজেলা পরিষদ এবং অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদ এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আমিনুল ইসলাম বুলবুল এবং কৃষি অফিসার বাবু সঞ্জয় কুমার পালের যোৗথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও প্রকল্প বাস্তবায়ন মো. আশরাফজ্জামান প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিণœ অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে বিদায়ী নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানকে অপিসার্স ক্লাব এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ যে, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদন্মতি হেয়ে বদলি হয়েছেন।