মির্জাপুরে টেলিভিশন ও বেতারের সংগীত শিল্পী সাংবাদিক আব্দুল মোমেনের ইন্তেকাল

মীর আনোয়ার হোসেন টুটুল
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত প্রথম শ্রেণীর সংগীত শিল্পী সাংবাদিক আব্দুল মোমেন (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহেী রাজিউন)। গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি একাধারে একজন মানবাধিকার কর্মী, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য এবং টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক মৌ বাজার পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। সংগীত শিল্পী ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করায় তিনি পেয়েছেন একাধিক পুরষ্কার। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শনিবার মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার নাইম হোসেন জানান, খন্দকার আব্দুল মোমেনের পিতার নাম মৃত খন্দকার আবুল হোসেন। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে। তারা ৬ ভাই ও ২ বোন ছিলেন। গত বছর তার স্ত্রীও মারা যান। গতকাল শুক্রবার মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি বাসায় রাতে তিনি অসুস্থ্য হয়ে পরলে কুমুদিনী হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শনিবার (২৯ এপ্রিল) বাদ জোহর নামাজে জানাজা শেষে ধানকী গ্রামে তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক কন্যা রেখে গেছেন।
এদিকে সাংবাদিক ও সংগীত শিল্পী আব্দুল মোমেনের মৃত্যুতে তার বিদেহী আত্তার মাগফেরাত কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগর সহ সভাপতি শিল্পপতি আবুল কালাম আজাদ লিটন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি -সাধারণ সম্পাদক, মির্জাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here