মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নে বিলুপ্তপ্রায় দুই হাজার দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করা হচ্ছে। বিশ^ পরিবেশ দিবস ও বৃক্ষ রোপন সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের উদ্যোগে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করা হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানিয়েছে। আজ মঙ্গলবার বানাইল ও আনাইতারা ইউনিয়নের দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী ও আনাইতারা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ময়নাল হকসহ স্থানীয় সুধীজন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, পরিবেমের ভারসাম্য রক্ষা এবং গ্রামে গ্রামে বিভিন্ন প্রজাতির গাছ রোপনের লক্ষে উপজেলার ১৪ ইউনিয়নের নারী পুরুষ এবং শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।