মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নদীর বুক চিরে অবৈধ ভাবে বালি উত্তোলন ও মাটি কাটায় রাজিব (৩৪) নামে মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাকিলা বিনতে মতিন উপজেলার জামুর্কি ইউনিয়নের চুকুরিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে মাটি কাটায় একটি ভ্যেকু আটক করে ঐ মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকায় নানা কৌশলে বংশাই ও লৌজং নদীর আশপাশ এবং ফসলি জমির মাটি চুরি করে কেটে নিচ্ছে। গোপন সংবাদ পেয়ে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন চুকুরিয়া একালায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি কাটায় একটি ভ্যেকু আটক করেন। এ সময় ভ্যেকুর মালিক ও মাটি ব্যবসায়ী রাজিবকে এক লাখ টাকা জরিমানা করেন। রাজিবের পিতার নাম মো. সিদ্দিক হোসেন। গ্রামের বাড়ি গুনটিয়া গ্রামে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং সরকারী নির্দেশ অমান্য করে একটি মহল বিভিন্ন এলাকায় বালি উত্তোলন এবং মাটি কেটে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাটি কাটা বন্ধের জন্য অভিযান শুরু হয়েছে। মাটি কাটার সঙ্গে যারা জড়িত কোন অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালিত হবে। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।