মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরের শিক্ষানুরাগী ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজ সিকদার (৮০) আজ সোমবার ঢাকার বার্ডেম হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না —-ইলাহী রাজিউন)। আজ সোমবার বাদ আসার সোহাগপুর গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তাকে নামাজে জানাজার পুর্বে একদল চৌকুস পুলিশের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন।
জানা গেছে, আজিজ সিকদার ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধা। তিনি গোড়াই উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, সোহাগপুর বাজার মসজিদের সাবেক সাধারণ সম্পাদক এবং সোহাগপুর বাজার কমিটির সাবেক সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নামাজে জানাজা শেষে সোহাগপুর সিকদারপাড়া পারিবরাবিক করস্থানে যথাযোগ মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আজিজ সিকদারের মৃত্যুতে খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবীর গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ব্যাপারে ইউএনও শাকিলা বিনতে মতিন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। একজন বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানাতে পেরে আমি গর্বিত।