মির্জাপুরে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন, দলীয় কার্যালয়ে আলোচনা সভা কেককাটা এবং দোয়া মাহফিলেল মধ্য দিয়ে আজ শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ নানা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ।
সকালে মির্জাপুর পুরাতন বাস স্টেশনের উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্েরর সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করা হয়। এর পর কলেজ রোডে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেককাটা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সহসভাপতি মো. আব্বাছ বিন হাকিম, সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব, যুগ্ম সম্পাদক মো. আবু রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. মাজাহরুল ইসলাম শিপলু, দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, আওলাদ হোসেন ও সাবেক জিএস সেলিম সিকদারসহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়িন আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here