মীর আনোয়ার হোসেন টুটুল
আজ শুক্রবার (২৩ জুন) টাঙ্গাইলের মির্জাপুরে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির নেতৃত্বে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিকেলে তার নেতৃত্বে বিশাল একটি আনন্দ র্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করেন। এ সময় খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান কনক, এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া ও আমিনুর রহমান আকন্দসহ, মির্জাপুর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।