মীর আনোয়ার হোসেন টুটুল
শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্য নিয়ে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) মহিলাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামেমহিলা নিয়ে এই বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং উপজেলা তথ্যা আপার অফিস এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা টাঙ্গাইল জেলার শাখার চেয়ারম্যান নাসিমা বাছিদ, জাতীয় মহিলা সংস্থা টাঙ্গাইল জেলার কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোহেলী শারমিন, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন এবং মির্জাপুর উপজেলা তথ্য আপা নাসরিন আক্তার প্রমুখ।