মির্জাপুরে কার্বাইডযুক্ত আম খেয়ে চিকিৎসক ও শিশুসহ একই পরিবারের ৮ জন অসুস্থ্য

মীর আনোয়ার হোসেন টুটুল
বাজার থেকে কেনা ক্র্াাইডযুক্ত আম খেয়ে চিকিৎসক , শিশু ও নারীসহ একই পরিবারের ৮ জন অসুস্থ্য হয়েছে। অসুস্থ্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে এ ঘটনা ঘটেছে। অসুস্থ্যরা হচ্ছেন চিকিৎসক টিটু (৩৫), গোড়াইল গ্রামের ব্যবসায়ী আমজাদ হোসেন (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৪), ভাই ইমন সিদ্দিকী (৩০), পিতা খোরশেদ সিদ্দিকী (৫৬), মাতা রাবেয়া বেগম (৫০), পুত্র মারুফ সিদ্দিকী ১৮) এবং কন্যা মিম আক্তার (১৩)। গুরুতর অবস্থায় মিমকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বাড়িতে চিকিৎসা চলছে।
আজ রবিবার (২৫ জুন) ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, গত শুক্রবার মির্জাপুর বাজার থেকে ৬ কেজি আম ক্রয় করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে আম নেওয়ার পর আম খেয়ে আস্তে আস্তে তাদের মাথা ঝিমানো, প্রচুর ঘুম এবং বমি হতে থাকে। এভাবে বাড়ির ৮ জন অসুস্থ্য হয়ে পরেন। বাড়িতে অসুস্থ্যদের চিকিৎসা দেওয়ার জন্য মির্জাপুর শহরের এক ক্লিনিকের চিকিৎক টিটুকে নিয়ে যান। অসুস্থ্যদের প্রাথমিক চিকিৎসার পর ঐ চিকিৎসককে দুটি আম কেটে দেন খাওয়ার জন্য। আম খাওয়ার পর ঐ চিকিৎসকও আস্তে আস্তে অসুস্থ্য হয়ে পরেন। এদিকে আজ রবিবার বিকেলে অসুস্থ্যদের মধ্যে মিমকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বাজার থেকে কেনা আমের মধ্যে প্রচুর মাত্রায় কার্বাইট মেশানো ছিল। এই আম খাওয়ার পর তারা অসুস্থ্য হয়ে পরেছে। বাজার মনিটরিং করে কার্বাইটযুক্ত আমের সেম্পল পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here