মির্জাপুরে অবৈধ ডিস লাইনের তারে ট্রেনের ছাঁদ থেকে পড়ে যুবক নিহত ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন

মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-রাজশাহী-খুলনা রোডে টাঙ্গাইলের মির্জাপুরে রেল লাইনের উপর দিয়ে অবৈধ ডিস লাইনের তারে জড়িয়ে লালমনি এক্্রপ্রেস ট্রেনের ছাঁদ থেকে পড়ে সজিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। তার পিতার নাম আব্দুল জলিল মিয়া, গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ওলাবাজার গ্রামে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ ডিস লাইনের তার কেটে ফেলার নির্দেশ দিয়েছেন। এ সময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম এবং স্টেশন মাস্টার মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।
মির্জাপুর রেলওয়ে স্টেশনের মাষ্টার মো. কামরুল হাসান জানিয়েছেন, গতকাল সোমবার রাত দশটার দিকে লালমনি এক্্রপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। রাত সারে ১২টার দিকে ট্রেনটি মির্জাপুর স্টেশনের পুর্বপাশে এলে ট্রেন লাইনের উপর দিয়ে যাওয়া ডিস লাইনের তারে জড়িয়ে পরে সজিব হোসেন নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় রেমন হোসেন সহ আরও তিন যাত্রী। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
এ ব্যাপারে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, রেল লাইনের উপর অবৈধ ডেস লাইনের তারে জড়িয়ে যে যুবক নিহত হয়েছেন, এটা অত্যান্ত দুঃখ জনক। ঘটনার পর আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ ডিস লাইনের তার কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here