মীর আনোয়ার হোসেন টুটুল
পরীক্ষা চলাকালিন কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা সরকারি নিষেধ অমান্য করে টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের কয়েকজন পরীক্ষার্থী ও বহিরাগতরা একদল সন্ত্রাসী মিলে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ঢুকে কক্ষ পরিদর্শক (প্রভাষককে) পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার অসহায় ঐ প্রভাষক পুলিশের বিরুদ্ধে নিরব দর্শকের ভুমিকার অভিযোগ করেছেন। ঘটনার পর পরীক্ষা কেন্দ্রে ডিউটি দিতে আসা কক্ষ পরিদর্শকদের মধ্যে আতংক ও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আগামী পরীক্ষা থেকে কেন্দ্রে ডিউটি দিবে না বলে বিভিন্ন কলেজের প্রভাষকরা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর এস কে (সদয় কৃষ্ণ) সরকারি উচ্চ বিদ্যালয় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এ অমানবিক ঘটনা ঘটেছে।
হামলার শিকার ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুহাম্মদ নাহিদ আফসার অভিযোগ করেন, আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ছিল উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন পরীক্ষা। তিনি মির্জাপুর এস কে পাইলট (সদয় কৃষ্ণ) সরকারি উচ্চ বিদ্যালয় এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ৫ নম্বর কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। দুপুর একটার দিকে পরীক্ষা শেষে হওয়ার পুর্ব মুহর্তে তিনি খাতা জমা দেওয়ার জন্য বের হলে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের কয়েকজন পরীক্ষার্থী ও তাদের সহযোগি বহিরাগরা মিলে তার উপর হামলা চালায়। তার পাশেই পুলিশ থাকলেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়নি। হামলা চালিয়ে সন্ত্রাসীরা দ্রুত সটকে পরে। কেন তাকে পিটিয়েছে তিনি বুঝতে পারছেন না। তিনি এই ঘটনা কেন্দ্র সচিব ও ভারতেশ^রী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরীকে জানান।
এ দিকে এই ঘটনা ভারতেশ^রী হোমস, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ ভাবনী প্রসাদ সাহা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের প্রভাষক (কক্ষ পরিদর্শক) মধ্যে ছড়িয়ে পরলে তীব্র উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আগামী পরীক্ষা থেকে ডিউটি পালন করবে না বলে জানিয়েছে।
অপর দিকে তিনটি কলেজের অধ্যক্ষ অভিযোগ করেন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শিক্ষার্থীরা বিগত দিনেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের কোন বিচার হয়নি। বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী ও শিক্ষকগন নিরাপত্তাহীনতার মধ্যে ভোগের। এ বিষয়ে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে কেন্দ্র সচিব ও ভারতেশ^রী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে পরীক্ষা চলাকালিন ১৪৪ ধারা সরকারি আইন অমান্য করে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের কয়েকজন পরীক্ষার্থী ও তাদের সহযোগি বহিরাগরা মিলে একজন নিরীহ কক্ষ পরির্দশের উপর অন্যায় ভাবে হামলা চালিয়েছে। পাশেই পুলিশ ছিল। কিন্ত তারা এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করেনি। এটা খুবই দুঃখ জনক। এটা কখনো মেনে নেওয়া হবে না। তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছেন। তিনি লিখিত আকারে অভিযোগ দেবেন বলে উল্লেখ করেন।
এ ব্যাপানে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।