বিশেষ প্রতিনিধি
রাস্তার পাশে রোপনকৃত তালছাছের চারা ছাগলে খাওয়ায় বাঁধা দেওয়ার অপরাধে মা-বাবা এবং শিশু পুত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। গুরুতর আহতরা হচ্ছেন সেলিম মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন বেগম (৪৫) এবং তাদের শিশু পুত্র সাকিব (১৭)। আশংকা জনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার এক নং ওয়ার্ডের পুষ্টকামুরী গ্রামে এ ঘটনা ঘটেছে।
চিকিৎসাধীন সেলিম মিয়া ও তার স্ত্রী পারভীন বেগমের অভিযোগ এবং মির্জাপুর থানায় লিখিত অভিযোগে জানা গেছে, সেলিম মিয়ার বাড়ির পাশের পুর্ব পাশের রাস্তায় বজ্র্যপাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য থেকে রক্ষার জন্য সরকারি ভাবে এবং নিজেদের উদ্যোগে তাল গাছের চারা রোপন করা হয়। তারা নিয়মিত ভাবে চারাগুলো পরিচর্চা করে থাকেন। পুষ্টকামুরী গ্রামের কিছু লোকজনের ছাগল ও তাল গাছের চারাগুলো খেয়ে নষ্ট করে ফেলছে। এ বিষয়ে ছাগলের মালিকদের বারবার অনুরোধ করার পরও তারা ছাগলের অত্যাচার থেকে চারাগুলো রেহায় পাচ্ছে না। আজ শুক্রবার বিকেলে ১০-১২ টি ছাগল রাস্তায় এসে তালগাছের চারা খেয়ে নষ্ট করে ফেলে। এ বিষয়ে রাস্তার পাশে ছাগল যাতে না আনা হয় এ বিষয়ে বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে ছাগলের মালিক ও পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা বজলু, ফজল, আবির, মেহেদী ও খুকী বেগমসহ ৮-১০ জন মিলে সেলিম, তার স্ত্রী পারভীন বেগম ও শিশু পুত্র সাকিবকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে হত্যার চেষ্টা চালায়। আশপামের লোকজন ঘটনা দেখে তাদরে উদ্ধার করে জামুর্কি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। এ সময় পারভীন বেগমকে শ্লীলতাহানি করে গলায় থেকে স্বর্নের চেইনও লুটে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। সেলিম মিয়া বাদী হয়ে প্রতিপক্ষ ও হামলাকারী ছাগলের মালিক ও পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা বজলু, ফজল, আবির, মেহেদী ও খুকী বেগমসহ ৮-১০ জনকে আসামী করে মির্জাপুর থানায় রাতেই লিখিত অভিযোগ দিয়েছেন। আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের জন্য জোর দাবী জানিয়েছেন অসহায় ও নিরীহ পরিবারটি।
এ ব্যাপারে বজলু ও ফজল মিয়ার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, পুর্ব সত্রুতা, পারিবারিক বিরোধ এবং ছাগলে তাল গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষও তাদের উপর হামলা চালিয়েছে। তাদের নামে থানায় মিথ্যা ও সাজানো অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, পুষ্টকামুরী গ্রামের রাস্তায় তাল গাছের চারা ছাগলে খাওয়াকে কেন্দ্র কয়েক জনের উপর হামলা এবং কুপিয়ে রক্তাক্তসহ আহত করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এ বিষয়ে সেলিম মিয়া বাদী হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং অভিযোগের পর তদন্ত চলছে।