মীর আনোয়ার হোসেন টুটুল
উন্নয়নের ধারাবাহিকতায় নৌকায় ভোট চাইলেন টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী আসন থেকে আওয়ামীলীগ থেকে মনোয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত। তিনি নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানান। আজ সোমবার (৯ অক্টোবর) বেলা এগারটার দিকে উপজেলা সদরের বাজারের পুষ্টকামুরী এলাকায় প্রয়াত চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একাব্বর হোসেনের বাস ভবনের নিচতলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ, উপজেলা নির্বাম প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সবাপতি মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত ও আওয়ামীলীগ নেতা রানা প্রমুখ।
ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত তার বক্তব্যে বলেন, আমার বাবা প্রয়াত চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ছিলেন আওয়ামীলীগের নিঃস্বার্থ ও বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। বাবার আদর্শকে ধারন করে তিনি রাজনীতিতে এগিয়ে যেতে চান। তিনি মির্জাপুরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেছেন।