মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক সম্প্রতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভাঅনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অথিতি খান আহমেদ শুভ এমপি, পৌর সভার মেয়র সালমা আক্তার শিমুল, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান শহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।