টাঙ্গাইলের শ্রেষ্ঠ পুলিশ অফিসার মির্জাপুর থানার ডিএসবির উপপরিদর্শক রিজাউল কাজী

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়ে পুরষ্কার পেয়েছেন মির্জাপুর থানার ডিএসবির উপপরিদর্শক (এসআই) মো. রিজাউল কাজী। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) টাঙ্গাইল জেলা পুলিশ লাইন ড্রিল সেট অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় রিজাউল কাজীর হাতে ক্রেস্টসহ পুরষ্কার তুলে দেন টাঙ্গাইলের সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সরফুদ্দিন আহমেদসহ বিভিন্ন সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ টাঙ্গাইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, মো. রিজাউল কাজী সেবার ব্রত নিয়ে ২০০২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপপদির্শক (এসআই) হিসেবে প্রথম যোগদান করেন। বিভিন্ন জেলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর ২০২২ সালে ডিএসবির উপপরিদর্শক (এসআই) হিসেবে মির্জাপুর থানায় যোগদান করেন। মির্জাপুর থানায় যোগদানের পর থেকেই তিনি ন্যায়, নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পুলিশের সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগান বাস্তবায়নে এবং পুলিশের সেবা জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়ার জন্য রিজাউল কাজী দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, অপরাধ দমনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করা, সরকার বিরোধী সঠিক সময়ে গোয়েন্দা তথ্য প্রদান, নজরদারী, নিরক্ষণ সঠিক তথ্য প্রদান, ভাল রিপোর্ট, জনগনের সাথে সুসম্পর্কসহ ভাল কাজের স্বীকৃত হিসেবে মির্জাপুর থানার ডিএসবির উপপদির্শক (এসআই) রিজাউল কাজীকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরষ্কার প্রদান করা হয়েছে। এছাড়া মির্জাপুর থানার উপপরিদর্শক রামকৃষ্ণ দাস শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরষ্কার লাভ করেন।
এদিকে মির্জাপুর থানার ডিএসবির রিজাউল কাজী এবং অপর পুলিশ অফিসার রামকৃষ্ণ দাস টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরষ্কার লাভ করায় তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল এএসএম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করি এবং ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here