মীর আনোয়ার হোসেন টুটুল
আসন্নœ শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ( ১১ অক্টোবর) মির্জাপুর থানা মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপরাধ) মো. সরফুদ্দিন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিকাশ গোষ্মামী, সাধারণ সম্পাদক বাবু প্রমথেস গোষ্মামী সংকর, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন এবং টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মির্জাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জসিম উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় মির্জাপুর পৌরসভা কাউন্সিলর, ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার এবং বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি- সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে এ বছর মির্জাপুর উপজেলায় ২২৯ টি মন্ডপে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।