মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েল ফেয়ার অব বেঙ্গল (বিডি) লি. এর প্রতিষ্ঠাতা শহীদ দানবীর রণদা প্রসাদা সাহা (আরপি সাহার) দৌহিত্রী সাবেক সচিব ও সাবেক কুটনীতিক আনোয়ার হাসিমের স্ত্রী রঞ্জু হাসিম মারা গেছেন। (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮০ বছর। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার নিজ বাস ভবনে তিনি মারা যান। তার মৃত্যুতে কুমুদিনী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কুমুদিনী পরিবারের অন্যতম সদস্য ও ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা জানান, রঞ্জু হাসিম ১৯৪৩ সালের ১৭ অক্টোবর জন্ম গ্রহণ করেন। তার স্বামী আনোয়ার হাসিম ছিলেন সাবেক সচিব এবং রাষ্ট্রদূত। রঞ্জু হাসিম শিক্ষা জীবন কাটান ভারতের কালিং পং এবং ঢাকার হলিক্রস কলেজে। তিনি ১৯৬৫ সালে ¯œাতক ডিগ্রি ১৯৬৬ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইংরেজী বিভাগ থেকে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইংরেজী ভাষা ও ইংরেজী সাহিত্য চর্চাসহ জাতিসংঘ ও কমনওয়েলথ এর বিভিন্ন সেবাধর্মী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে তার স্বামী আনোয়ার হাসিমকে সার্বিক সহযোগিতা করেছেন। ১৯১৭ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কুমুদিনরী পরিবারের সঙ্গে একনিষ্টভাবে যুক্ত হয়ে শহীদ দাণবীর রণদা প্রসাদ সাহাকে সহযোগিতা করেন। গুণী এই ব্যক্তির মৃত্যুতে কুমুদিনী পরিবার শোকাহত ও মর্মাহত।
এদিকে রঞ্জু হাসিমের কফিন আজ মঙ্গলবার রাতে কুমুদিনী কমপ্লেক্্ের এলে কুমুদিনী পরিবারের সকল সদস্যগন তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর রাতেই মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি কেন্দ্রীয় কবরস্থানে তার মায়ের পাশে তাকে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়েছে।
অপর দিকে রণদা প্রসাদ সাহার দৌহিত্রীর রঞ্জু হাসিমের মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক গণপরিষদ সদস্য প্রবীন নেতা ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, কুমুদিনী ওয়েল ট্রাষ্ট অব বেঙ্গল (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজিব প্রসাদ সাহা, শিক্ষা পরিচালক ও সাবেক প্রিন্সিপাল একুশে পদকপ্রাপ্ত মিস প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা এবং সম্পা সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।