মীর আনোয়ার হোসেন টুটুল
শারদীয় দূর্গাপূজার মন্ডপ থেকে ক্যাম্পে ফেরার পথে লৌহজং নদীতে নৌকা থেকে পরে নিরাপত্তাকর্মী আসনার সদস্য সাইফুল ইসলাম ভুটকু (২৩) নিখোঁজ হয়েছে। নিখোঁজের ১৬ ঘন্টা পরও দমকল বাহিনী ও ডুবুরী দল তাকে উদ্ধার করতে পারেনি। আজ রবিবার (২২ অক্টোবর) ভোর রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল ঘাট সংলগ্ন এ ঘটনা ঘটে। নিখোঁজ আনসার সদস্য কুমুদিনী হাসপাতালের নিরাপত্তাকর্মীর দায়িত্বে ছিলেন। ঘটনার উর্ধ্বতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মির্জাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, আনসার সদস্য সাইফুল ইসরাম ভুটকুর গ্রামের বাড়ি নরসিংদি। গত ৬ মাস পুর্বে তিনি কুমুদিনী হাসপাতালে নিরাপত্তাকর্মী হিসেবে যোগদান করেন। গতকাল শনিবার রাতে দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়ি মির্জাপুরে মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ভোর রাতে কুমুদিনী হাসপাতালে ক্যাম্পে আসতে ছিলেন। কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর খেয়া নৌকায় পারাপারের সময় নৌকা থেকে সাইফুল হঠাৎ পরে যায়। ভোর রাত হওয়ায় এবং নদীতে প্রবল স্্েরাত থাকায় অন্ধকারে তাকে দেখা যাচ্ছিল না। মির্জাপুর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল ডুবুরী দলকে খবর দেওয়া হলে সকাল আটটার দিকে উদ্ধার তৎপরতা চালায়। রাত পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি বলে তিনি উল্লেখ করেন।
এ দিকে খবর পেয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, টাঙ্গাইলের আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মো. ইব্রাহীম খলিল, সহকারী কমান্ডেন্ট মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মির্জাপুর অফিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আনসার সদস্যদের লাশ উদ্ধার হয়নি।
এ ব্যাপারে উপজেরা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও মির্জাপুর থানার াফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, নদীতে পারাপারের সময় খেয়া নৌকা থেকে পরে নিখোঁজ আনসার সদস্য সাইফুল ইসলাম ভুটকুর লাশ উদ্ধারের জন্য প্রশাসন থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।