মীর আনোয়ার হোসেন টুটুল
বজ্রপাত থেকে ঝুঁকি কমাতে, স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাস্তার দুই পাশে তাল গাছের চারা রোপন করেছেন খান আহমেদ শুভ এমপি। আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের ধেরুয়া থেকে রানাশাল পর্যন্ত রাস্তার দুই পাশে তালগাছের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন খান আহমেদ শুভ এমপি। রানাশাল তরুণ সংঘের তত্বাবধানে এবং সবুজ পৃথিবী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই তালগাছের চারা রোপনের ব্যবস্থা করা হয়। খান আহমেদ শুভ এমপি ছাড়াও এ সময় গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগ (পশ্চিম) এর সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এবং খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিকসহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সবুজ পৃথিবী স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাগন জানিয়েছেন, আজ মঙ্গলবার ধেরুয়া থেকৈ রানাশাল পর্যন্ত রাস্তার দুই পাশে আড়াই শতাধিক তালগাছের চারা রোপন করা হয়েছে। এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশসহ এলাকার বিভিন্ন এলাকার রাস্তার পাশে তালগাছের চারা রোপন কর্মসুচীর উদ্ধোধন করে ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলা এমপি।