মীর আনোয়ার হোসেন টুটুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোয়ন দাখিলের শেষ দিনে টাঙ্গাইলের ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুরে আসনে উৎসব মুখর পরিবেশে ১০ জন প্রার্থী রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিনের নিকট মনোয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন খান আহমেদ শুভ (নৌকা) বীর মুক্তিযাদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু (স্বতন্ত্র), রাফিউর রহমান খান ইউসুফজাই সানি (স্বতন্ত্র), মো. জহিরুল ইসলাম জহির (জাতীয় পার্টি), গোলাম নওজব পাওয়ার চৌধুরী (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি), মো. আরমান হোসেন তালুকদার তাপস (গামছা), মো. মোশারফ হোসেন (স্বতন্ত্র), মাহবুবা শাহরীন (স্বতন্ত্র), মো. মঞ্জুর রহমান মজনু (জাসদ) ও শ্রী মতি রুপা রায় চৌধূরী (বাংলাদেশ হিন্দু কল্যাণ পার্টি)।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, সকাল থেকেই প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে মনোয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশশনের দিক নির্দেশনায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে তাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে।