মীর আনোয়ার হোসেন টুটুল
ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত নারী জাগরণের অন্যতম অগ্রদুত ও আলোর দিশারী মিস প্রতিভা মুৎসুদ্দির ৮৮ তম জন্ম দিন পালিত হয়েছে। আজ শনিবার ( ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ লগ্নে টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি মিলনায়তনে এক অন্য রকম পরিবেশে কুমুদিনী পরিবার, ভারতেশ^রী হোমস এবং ভারতেশ^রী হোমসের ৮৪ এবং ৮৫ ব্যাচের প্রাক্তর ছাত্রীরা মিস প্রতিভা মুৎসুদ্দির জন্ম দিন পালনের অনুষ্ঠানের আয়োজন করে। প্রিয় এই আলোচর দিশারীর জন্ম দিনে ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি মিলনায়তন নানা সাজে সজ্জিত করা হয়। দিন ভার ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
অনুষ্ঠানের শুরুতেই ৮৪ ও ৮৫ ব্যাচের প্রাক্তর ছাত্রীরা লাল কাপড়ে মোড়ানো মিস প্রতিভা মুৎসুদ্দির একটি ভাষ্কর্য উপহার দেন। এর পর প্রাক্তন ছাত্রীদের সঙ্গে নিয়ে এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন মিস প্রতিভা মুৎসুদ্দি। বয়সের ভারে ঠিকমত হাটতে না পারলেও ৮৮ তম জন্ম দিনে প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের কাছে পেয়ে তিনি আবেগ-আপ্লুত হয়ে পরেন। কখনো হাসতে আবার কখনো তার চোখ দিয়ে পানি গড়িয়ে পরতে দেখা যায়।
প্রাক্তন ছাত্রীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় শিল্প ও অভিনেত্রী আফসানা মিমি, বড় পর্দার অভিনেত্রী অরুনা বিশ^াস, রুনু করিম, ফারজানা হোসাইন কংকন, রাশিদা সুলতানা, আরতী মন্ডল, ভারতেশ^রী হোমসের সাবেক ভাইস প্রিন্সিপাল মীরা রায়, সরিষাদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুক্তি সাহাসহ শতাধিক ছাত্রী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা। সার্বিক সহায়তা করেন একজন গুনী ব্যক্তি ও প্রথিতযশা সাংবাদিক কিমসত খোন্দকার।
এ ব্যাপারে প্রাক্তন ছাত্রী জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি, অভিনেত্রী অরুনা বিশ^াস এবং মুক্তি সাহা বলেন, মিস প্রতিভা মুৎসুদ্দি একজন নারী বা ব্যক্তি নন। তিনি নারী সমাজের কাছে এক তর্পন ও আদর্শ। তার মত নারীর হাতে শিক্ষা নিতে পেরে আজ আমরা সমাজের আলো বিতরন করতে পারছি। শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা (আর পি সাহার) সান্নিত পেয়ে প্রতিভা মুৎসুদ্দি নীতি ও আদর্শের কাছে কখনো মাথা নত করেন না। তার হাত ধরেই কুমুদিনী পরিবার আজ দেশ ও বিদেশে অধিক পরিচিত। তিনি যুগের পর যুগ আমাদের মাঝে তার কৃত কর্মের কারনেই থাকবেন। ৮৮ তম জন্ম দিনের অনুষ্ঠানে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজি এম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধরী, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, নার্সিং স্কুলের মেট্রন সিস্টার দিপালী পেরেরা ও ভারতেশ^রী হোমসের শিক্ষক-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
মিস প্রতিভা মুৎসুদ্দি ৮৮ তম জন্ম দিনের শুভেচ্ছা বক্তব্যে ছাত্রীদের উদ্যেশে বলেন, আমর সময় ধীরে ধীরে শেষ হতে চলছে। জেঠা মনির সার্বিক সহযোগিতায় আমি যতদুর পেরেছি দেশ ও সমাজকে দেওয়ার চেষ্টা করেছি। জানিনা কতদুর পেরেছি। তোমাদের সামনে অনেক পথ। তোমরাই পারবে আগামীর জাতিকে অনেক কিছু দিতে। তোমাদের প্রতি আমার দোয়া ও আর্শিবাদ রইল।