মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে একটি ধর্মীয় ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে স্বতন্ত্র এমপি প্রার্থী পাঁচ বারের ইউনিয়ন পরিষদ ও তিন বারের উপজেলা পরিষদ মোট আট বারের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে (ট্রাক মার্কায়) যারা বানাইল ইউনিয়ন থেকে ভোট দিবে তারা হবে রাজাকার, মুনাফিক ও বেইমান বলে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী। চেয়ারম্যানের তিন মিনিট চার সেকেন্ডের ভোটারদের ভয়ভিতির এই উস্কানিমুলক এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) ব্যাপক ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে নৌকার মনোনীত এমপি প্রার্থী ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপির উপস্থিতিতে একজন জনপ্রতিনিধি ও বিএনপির সক্রীয় নেতা এমন বক্তব্য দেওয়ায় এলাকার ভোটাদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে বানাইল ইউনিয়নের হাজিবাড়ি নুরানী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী এমন বক্তব্য দেন। ধর্মীয় ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে সভাপতি ছিলেন মো. আইয়ুব হোসেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে বানাইল ইউনিয়নে গণসংযোগে যান খান আহমেদ শুভ এমপিসহ আওয়ামীলীগের নেতাকর্মী। গণসংযোগের অংশ হিসেবে শুক্রবার রাতে ওয়াজ মাহফিলে মুসুল্লিদের সঙ্গে দেখা ও দোয়া নিতে যান খান আহমেদ শুভ এমপি। ইউপি চেয়ারম্যানের বক্তব্যের পর খান আহমেদ শুভ এমপি মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া এবং এলাকার উন্নয়নের জন্য নৌকার পক্ষে ভোট চেয়ে সকলের কাছে সালাম এবং দোয়া চেয়ে অনুষ্ঠান ত্যাগ করেন।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ওয়ালামা দলের সদস্য সচিব। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জালাও-পোড়াও এবং নাশকতা মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি তিনি জামিনে এসেছেন। গতকাল শুক্রবার রাতে বানাইল ইউনিয়নের হাজিবাড়ি নুরানী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী তার বক্তব্যে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তিনি একজন দুর্নীতিবাজ ও ভাল লোক নন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি ৭০ লাখ টাকার ৪০ টি রাস্তাসহ উন্নয়ন কাজ করেছি। বানাইল ইউনিয়নের রাস্তা উন্নয়নের বরাদ্ধের টাকা, টি আর, কাবিখার টাকা এবং ৫ টি টিউওবওয়েল কেটে নিয়ে অন্যত্র দিয়েছেন। আমাকে জেল খাটিয়েছেন। এমপির উপস্থিতিতে আমি ঘোষনা দিতে চাই স্বতন্ত্র এমপি প্রার্থী মন্টুকে (ট্রাক মার্কায়) যারা বানাইল ইউনিয়ন থেকে ভোট দিবেন তারা হবেন রাজাকার, মুনাফিক ও বেইমান। শুধ তাই নয় মীর এনায়েত হোসেন মন্টু একজন বীর মুক্তিযোদ্ধা হলেও তাকে বীর মুক্তিযোদ্ধা সম্ভোধন করা হয়নি। তার বক্তব্যের পর মুসুল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয় ও উত্তেজনা দেখা দেয়।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর পুত্র ও আওয়ামীলীগ নেতা মীর মইন হোসেন রাজিব বলেন, চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী বিএনপির নেতা। সরকার বিরোধী ও নাশকতা মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি তিনি জেল থেকে জামিনে এসেছেন। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের প্রবীণ নেতা। সরকার দ্বাদশ জাতীয় সংসদ এমপি নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। তাই আমার বাবা স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে আওয়ামীলীগ ও সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে নির্বাচন করছেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হবেন বরে আমরা আশা করছি। একজন এমপির উপস্থিতিতে একজন বিএনপির নাশকতা মামলার আসামী ও জনপ্রতিনিধি মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। আমরা নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও হাইকোর্টে মামলাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল্লাহ আর মামুন সিদ্দিকী বরেন, স্বতন্ত্র এমপি প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু উপজেলা চেয়ারম্যান থাকাকালিন আমার নামে বরাদ্ধের টাকা কেটে অন্যত্র দিয়েছেন। তিনি দুর্নীতিবাজ ও ভাল লোক নন। তিনি যাতে বানাইল ইউনিয়ন থেকে ভোট না পান সে জন্য এই বক্তব্য দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নির্বাচন কমিশন ও সরকার যাচ্ছেন সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচন। সকল ভোটার যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। একজন জনপ্রতিনিধি কখনো উস্কানি মুলক বক্তব্য দিতে পারেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যানের বক্তব্য শুনেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।