মির্জাপুরে হঠাৎ নাট্য সম্প্রদায়ের উদ্যোগে পথ নাটক ও সংগীতানুষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
অপ্রতিরোধ্য অগ্রযাত্রার শিল্প নিয়ে, পৌছে যাব আমরা উন্নতির শিখরে- এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (২৫ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে হঠাৎ নাট্য সম্প্রদায়ের উদ্যোগে পথ নাটক ও সংগীতানুষ্ঠান হয়েছে। উপজেলা সদরের মুক্তির মঞ্চ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি চত্বর এবং কালিবাড়ি মাঠে দিন ব্যাপি পথ নাটক ও সংগীতানুষ্ঠান হয়েছে। গঠাৎ নাট্য গোষ্টি ও হঠাৎ সম্প্রদায়ের শিল্পী ও কলাকৌশলীরা পথ নাটক এবং সংগীতানুষ্ঠানে অংশ গ্রহন করে। এ সময় গণজাগরণের মজনু মিয়ার একাল সেকাল নাটক মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে নাট্য ও সংগীত শিল্পী আকতারুল আলম জিন্নাহ, আনোয়ার পারভেজ দিগু, সহিনুর রহমান খান ও সেলিম হোসেনসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here