মীর আনোয়ার হোসেনটুটুর
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে ৪৫ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। অনুস্ঠিত হয়েছে কুইচ প্রতিযোগিতা। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলা প্রশাসন মির্জাপুর উপজেলা পরিষদ চত্তরে মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাকিলা বিনতে মতিন। এ সময় উপজেলা সহকারী কশিনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুুদুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অপিসার মো. নজরুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল প্রমুখ।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক স্টলে বিভিন্ন উপকরন তৈরী করে দর্শনার্থীদের উপস্থাপন করে। মেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। মেলা শেষে বিভিণœ ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিতিবৃন্দ।