মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ইতিহাস শোনালেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন। আজ বুধবার (৩১ জানুয়ারি) মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন। টাঙ্গাইল জেলা প্রশাসন ও মির্জাপুর উপজেলা প্রশাসন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন। শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজ এবং মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষার্থীসহ স্কাউটস ও বিএনসিসি অনুষ্ঠানে অংশ গ্রহণকরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় এর পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শাহ আলম সরকদার (যুগ্ম সচিব), স্বাগত বক্তব্য রাখেন, একই মন্ত্রনালয়ের (উপসচিব) ড. মো. নুরুল আমিন। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে নতুন প্রজন্ম শিক্ষার্থীদের মাঝে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস তুলে বক্তব্য রাখেন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা বিশ^াস দুর্লভ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপসচিব মাকসুদুল ইসলাম প্রমুখ।