মীর আনোয়ার হোসেন টুটুল
উৎসব মুখর সংবর্ধনা অনুষ্ঠানে নিজ গ্রামবাসির ভালবাসায় সিক্ত হয়েছেন খান আহমেদ শুভ এমপি। দ্বিতীয় বারের মত এমপি নির্বাচিত হওয়ায় তার নিজ গ্রাম কহেলা গ্রামবাসি গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামের কহেলা সরকারী প্রাথমিক বিদ্রালয় মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহান্দ খান। অনুষ্ঠানে এমপি শুভ, তার স্ত্রী ও শিশু কন্যা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি, সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মৃধা মো. নজরুল ইসলাম, ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক হুরমহল, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান সিটু, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এএসএম মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, ওয়াশি ইউনিয়ন আওায়ামীলীগের সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান এবং এমপির একান্ব্যক্তিগত সচিক মীর আসিফ অনিক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে খান আহমেদ শুভ এমপি বলেন, আমি মির্জাপুরের সন্তান। মির্জাপুরের মধ্যে কহেলা আমার জন্ম ভুমি। কহেলা গ্রামবাসি আমাকে যে এত ভালবাসে তার প্রমান আজ আমি পেয়েছি। আমার দাদা, আমার বাবা এই গ্রামের সন্তান। মির্জাপুরের প্রতিটা গ্রামের মানুষ আমাকে ভালবেসে ও বিশ^াস করে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমি জনগনের বিশ^াস কখনো অমর্যাদা করবো না। আমি মির্জাপুরের সুষম উন্নয়ন করে যাবো। তার মধ্যে আমার নিজ গ্রামের প্রতিটা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাকে ও আমার পরিবারকে যে সম্মান দেখালেন তার প্রতিবাদন আপনারা আমার কাজ এবং কর্মের মাধ্যমেই পাবেন।