মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে সিএনজি- পিকআপের মধ্যে মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ চার যাত্রী নিহত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় একটি সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা পিকআপের মধ্যে মুখোমুখী সংঘর্ষে সিএনজির চার জন যাত্রী নিহত হয়েছে। নিহতের মধ্যে সিএনজির চালক, এক নারী ও অপর দুই যাত্রী রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় একই এলাকার চার যাত্রী নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০), তেলিপাড়া গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), নয়াপাড়া গ্রামের সমেজ মিয়ার ছেলে নাজমুল ইসলাম (৩৪) এবং ওয়ার্শি ইউনিয়নের নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০)।
বাঁশতৈল ইউনিয়নের বাসিন্দা মো. সাব্বির হোসেন জানান, আজ রবিবার বিকেল চারটার গোড়াই-সখীপুর রোডে সখীপুরগামী একটি পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা হাটুভাঙ্গাগামী একটি সিএনজি বাঁশতৈল বাজার সংলগ্ন তেলিপাড়া এলাকায় পৌছালে মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমরে মুচরে যায়। এ সময় যাত্রীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ঘটনাস্থলেই এক নারীসহ তিন যাত্রী মারা যান। এ সময় যাত্রী ও তাদের স্বজনদের আহাজারিতে চার পাশের বাতাস ভারি হয়ে আসে। গুরুতর আহত সিএনজির চালক নাজমুল ইসলামকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ আটক হলেও ঘাতক চালক পলাতক রয়েছে।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে স্থানীয় সাংসদ খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং এসিল্যান্ড মাসুদুর রহমান নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাদের পরিবারকে সার্বিক ভাবে সহযোগিতার আশ^াস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here