মির্জাপুরে কুমুদিনী নার্সিং কলেজে উৎসব মুখর পরিবেশে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমুদিনী নার্সিং কলেজে এই প্রথম বারের মত উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) কুমুদিনী নার্সিং কলেজের ক্যাম্পাসে বার্ষিক ক্রড়িা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যাবস্থাপনা পচিালক (এমডি) রাজিব প্রসাদ সাহা এবং উদ্ধোধক ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।
এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর শিক্ষা উপদেষ্টা ভাষা সৈনিক ও একুশে পদক প্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক সম্পা সাহা, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপার মন্দিরা চৌধুরী, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, বাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার, কুমুদিনী হাসপাতালের পরিচারক ডা. প্রদীপ কুমার রায়, সহকারী পরিচারক ডা. আলী আহসান, এজিএম অনিমেশ ভৌমিক লিটন ও ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here