নেপালের ক্যান্টিডিরেক্টর ও ডাব্লিউএইচএর আবাসিক প্রতিনিধির কুমুদিনী হাসপাতাল পরিদর্শন

মীর আনোয়ার হোসেন টুটুল,
বাংলাদেশে নিযুক্ত নেপালের ক্যান্টিডিরেক্টর ও ডাব্লিউএইচএর আবাসিক প্রতিনিধি ড. বারডান জং রানা আজ শনিবার (১৬ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেছেন। ড. বারডান জং রানা এবং প্রতিনিধি দলের সদস্যগন সকালে কুমুদিনী কমপ্লেক্্ের এসে পৌঁছালে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহাসহ কুমুদিনী পরিবারের সদস্যগন তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
লাইব্রেরী মিলনায়তনে বিশ্রামের পর প্রতিনিধি দলের সদস্যগন কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল করেজ, ভারতেশ^রী হোমসসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ্রটাস্ট অব বেঙ্গল বিডি লি. এর পরিচালক সম্পা সাহা, পরিচালক মহাবীর পতি, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিাপল প্রফেসর এম এ হালিক, কুমুদিনী নার্সিং করেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশে নিযুক্ত নেপালের ক্যান্টিডিরেক্টর ও ডাব্লিউএইচএর আবাসিক প্রতিনিধি ড. বারডান জং রানা ও প্রতিনিধি দলের সদস্যগন কুমুদিনী কল্যাণ সংস্থার নিয়ম-শৃঙ্খলা, শিক্ষা ও চিকিৎসা সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here