মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের মির্জাপুর প্রতিনিধি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস (৭৩) এর মৃত্যুতে শোকসভা হয়েছে। আজ শনিবার (১৬ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে শোক সভায় প্রধান অতিথি ছিলেন পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ বাবর প্রমুখ। শোক সভায় বক্তাগন বলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় অন্যতম বীর সেনানী। যুদ্ধ করেছেন ১১ নং সেক্টরে। তিনি মির্জাপুর ডিগি কলেজ (বর্তমান নাম শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি আওয়ামীলীগের প্রবীণ নেতা, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার। শিক্ষকতার পাশাপাশি গ্রামীণ সাংবাদিকতাকে জাগ্রত করেছিলেন তার খোরধার লেখনির মাধ্যমে। দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তর এবং সর্বশেষ তিনি দৈনিক সমকালের মির্জাপুর প্রতিনিধি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত হয়ে এলাকার শিক্ষা, যোগাযোগ, সামাজিক উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার হাতেই মির্জাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আজ এই অবস্থান। গ্রামীণ সাংবাদিকতায় ও মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বসুন্ধরা গ্রুপ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেন গুনী এই সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াসকে। গত ৫ মার্চ দিবাগত রাতে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে অসুস্থ্য মৃত্যুবরণ করেন। সকলের প্রিয় আস্থাভাজন গুনী ও প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে মির্জাপুরে কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে শোকাহত।